ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের তৈরি ড্রোন ব্যবহার করছে ভারত, ২৫টি ভূপাতিত করল পাকিস্তান

  • আপলোড তারিখঃ 08-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 301677 জন
ইসরায়েলের তৈরি ড্রোন ব্যবহার করছে ভারত, ২৫টি ভূপাতিত করল পাকিস্তান ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://

চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ব্যবহৃত ইসরায়েলের তৈরি শক্তিশালী ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে আইএসপিআর বলছে, গতকল বুধবার দিবাগত রাতে ভারতের পাঠানো ক্ষেপণাস্ত্রবাহী ২৫টি শক্তিশালী ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। ভূপাতিত ড্রোনগুলো ছিলো ইসরায়েলের তৈরি।

এ ঘটনায় দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট-কিল (কারিগরি) এবং হার্ড-কিল (অস্ত্রোপচার) দক্ষতা ব্যবহার করে ভারত থেকে পাঠানো ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে।এর আগে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ভারতের আধুনিক পাঁচটি জেট বিমান ও বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী।

এদিকে পাকিস্তানে ভারতের বিমান হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। হামলায় আহত হয়েছেন আরও অনেকে।

গতকাল বুধবার দিবাগত রাতে পাকিস্তানের ছয়টি জায়গার ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত। ভারত সরকার দাবি করেছে, তারা পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালিয়েছে এবং এতে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ