ঢাকা | বঙ্গাব্দ

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের স্ত্রী অভিমান

  • আপলোড তারিখঃ 09-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 300957 জন
জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের স্ত্রী অভিমান ছবির ক্যাপশন: ১

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের স্ত্রী অভিমান করে বাসা ছেড়ে চলে গেছেন, এমন গুঞ্জন উঠেছে মিডিয়া পাড়ায়। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অভিনেতা।

গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমার স্ত্রী আমার পাশেই রয়েছে। কারা এধরনের গুঞ্জন ছড়াচ্ছে জানি না। তবে পারিবারিক বিষয় নিয়ে এমন তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না। আমি যদি কারও সঙ্গে অন্যায় করে থাকি তাহলে আমার বিচার হোক। এটা নিয়ে আমার কোনোই আপত্তি নাই।’

প্রসঙ্গত, অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া তার বিরুদ্ধে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ আনলে খবরের শিরোনাম হন শামীম হাসান। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান- তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।এসময় তিনি তার সাবেক প্রেমিকা অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খুলেন। এর পরেই বাধে বিপত্তি।

গুঞ্জন ওঠে, ব্যক্তিজীবনেও এ ঘটনা নিয়ে শুরু হয়ছে ঝামেলা। শামীম হাসান সরকার গত এপ্রিলে আফসানা আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়। সবকিছু ভালোই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তার বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ এবং মিডিয়াতে তার প্রাক্তন প্রেমিকা নিয়ে আলোচনা শুরু হলে পারিবারিক জীবনে অশান্তি শুরু হয়। গুঞ্জন ওঠে শামীমের স্ত্রী অভিমানে তার বাসা ছেড়ে চলে গছেন।

এদিকে নতুন করে এই অভিনেতার বিরুদ্ধে অন্য এক অভিনেত্রী ও বাচিকশিল্পী সিফাত বন্যা গুরুতর অভিযোগ এনেছেন। বছর দুয়েক আগে শুটিং সেটে তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি।

সব মিলিয়ে শামীম হাসান সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠায় পারিবারিকভাবে সমস্যার মধ্যে পড়েছেন তিনি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ