ঢাকা | বঙ্গাব্দ

কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটি করতে ১১০ জন ব্যক্তি আহত

  • আপলোড তারিখঃ 07-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 326389 জন
কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটি করতে  ১১০ জন ব্যক্তি আহত ছবির ক্যাপশন: ১

মোঃমনিরহোসেন ://

ইসলাম ধর্মের পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় কোরবানির পশু জবাই এবং  মাংস কাটাকাটি করতে গিয়ে অসাবধানতাবশত ১১০ জন ব্যক্তি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই মৌসুমি কসাই।

শনিবার (৭ জুন) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন।

রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, সকাল থেকে এখন পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে ১১০ জনের বেশি আহত এসেছেন। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি দেওয়া হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিবছর ঈদুল আজহার দিন অসাবধানতাবশত এমন আহত হওয়ার ঘটনা ঘটে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদী বিএনপি জেলা কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।