ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর পল্টন মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

  • আপলোড তারিখঃ 17-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 589818 জন
রাজধানীর পল্টন মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  একজন নিহত হয়েছেন। ছবির ক্যাপশন: ১

রাজধানীর পল্টন মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়ে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি রিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক।

আজ রবিবার ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি উল্টে পাশে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়়। ক্ষতিগ্রস্ত অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

পল্টন থানা পুলিশের উপপরিদর্শক মো. আরিফ জানান, আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানান তিনি।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন