ঢাকা | বঙ্গাব্দ

পিকআপগাড়ী আটকে চাঁদা নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

  • আপলোড তারিখঃ 29-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 282405 জন
পিকআপগাড়ী আটকে চাঁদা নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা ছবির ক্যাপশন: ১

অনলাইনখবর://

রংপুর মহানগরীতে এক ব্যবসায়ীর তামাক পরিবহনের পিকআপ আটকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার দুপুরে নাহিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর হাসান সুমন।

চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রানী বিড়ি ফ্যাক্টরির পরিচালক মোতাহার হোসেন কাজল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, কিছুদিন আগে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে একটি তামাকবাহী পিকআপ হারাগাছে তার গোডাউনে আসার পথে নগরীর সাহেবগঞ্জ বাজারে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদের নেতৃত্বে ৩-৪ জন ব্যক্তি পিকআপটি আটক করেন। এরপর গাড়িতে থাকা তার কর্মচারীর কাছে চাঁদা দাবি করেন। পরে তার কর্মচারীরা তাকে ফোনে বিষয়টি জানান এবং সে সময় নাহিদ ফোনে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ঘটনা সামাল দিতে তিনি নাহিদের দেওয়া বিকাশ নম্বরে (০১৯২৮৬১২৬৫০) ৫ হাজার টাকা পাঠালে তার গাড়িটি ছেড়ে দেন। এই অভিযোগপত্রে তিনি দলের নেতাদের কাছে ব্যবসায়ী সমাজকে নির্বিঘ্নে ব্যবসা করার পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা চেয়ে অনুরোধ জানিয়েছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মোতাহার হোসেন জানান, এ ঘটনার পর একাধিক বিড়ি ফ্যাক্টরি মালিকের কাছে তিনি এরকম অভিযোগ শুনতে পান। পরে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশাল তালুকদারকে জানালে তিনি জেলা কমিটির নেতাদের লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাহিদুল ইসলাম নাহিদ বলেন, ‘মোতাহার হোসেন কাজলের তামাকের গাড়ি স্থানীয়রা আটক করলে তিনি আমাকে ফোন দিয়ে সেখানে যেতে বলেন। পরে আমি সেখানে গিয়ে ছেলেপেলেদের চা খাওয়ানোর জন্য কিছু টাকা দিতে বললে তিনি ৫ হাজার টাকা আমার বিকাশে পাঠান। এটাই এখন আমার অপরাধ।’

নাহিদ আরও বলেন, ‘অভিযোগকারী কাজল তার কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। তিনি ও আহ্বায়ক মিলে তার বিরুদ্ধে কাজ করছেন।’

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর হাসান সুমন বলেন, ‘এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। দলের পরিচয় ব্যবহার করে অপকর্ম করলে যত বড় নেতাই হোক না কেন তিনি ছাড় পাবেন না।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ