ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর ভাটারায় রফিক,ইব্রাহিম,আমান গংদের মাদক ও জুয়ার আসর চলমান, প্রশাসনের নিরব ভুমিকা

  • আপলোড তারিখঃ 12-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10708 জন
রাজধানীর ভাটারায় রফিক,ইব্রাহিম,আমান গংদের মাদক ও জুয়ার আসর চলমান,  প্রশাসনের নিরব ভুমিকা ছবির ক্যাপশন: ১




এম আই হৃদয় ;//

ভাটারা থানাধীন  ১১১/১,কাজী বাড়ি,কুড়িল বিশ্বরোড পলাতক আওয়ামীলীগ নেতার একতলা টিনশেড ঘরে দির্ঘদিন যাবত চলছে রফিক,ইব্রাহিম,আমান গংদের অবৈধ মাদক ও জুয়ার আসর।তথ‍্যসুত্রে জানা যায় বাড়িটি বর্তমানে একটি চক্র দখলে নিয়ে চালিয়ে যাচ্ছে এসব অবৈধ কর্মকাণ্ড।জানা যায় এসব জুয়াড়ীরা বিভিন্ন জায়গা থেকে লোভনীয় অফারের মাধ‍্যমে লোক সংগ্রহ করে,এদের খপ্পরে পরে নিঃস্ব হচ্ছে উচ্চবিত্ত  থেকে মধ‍্যবিত্তরা,বাড়ছে পারিবারিক কলহ,এমনকি সংসার পযর্ন্ত।সন্ধ‍্যা হলেই এআসরে জমে ওঠে মাদকের  বেচাকেনা,যার ফলে যুবসমাজও হচ্ছে বিপথগামী।যারফলে পারিবারিক অশান্তি সহ সামাজিক অসংগতি বাড়ছে।ভুক্তভোগিরা সর্বশান্ত হলেও জুয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে রফিক,ইব্রাহিম,আমান চক্রটি,আর একাজে সহযোগিতা করছে কিছু অ সাধু ব‍্যক্তি ও প্রভাবশারা।অথচ আইনত দন্ডনীয় অপরাধ হলেও এচক্রটি থেকে যাচ্ছে ধরাছোয়ার বাইরে,এসব আসরে নিষিদ্ধ আওয়ামীলীগের দোসর,তালিকাভুক্ত সন্ত্রাসী থেকে শুরু করে ছিনতাইকারী ও রয়েছে।এবিষয়ে রফিক গংদের বিরুদ্ধে একাধিক গনমাধ‍্যমে সংবাদ প্রকাশকরা হলেও প্রসাশনের আশানরুপ কোন ব‍্যবস্থা গ্রহন করতে দেখা জায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ মনির

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রাঙ্গামাটির পুলিশ সুপারের লংগদু ও বাঘাইছড়ি সার্কেল অফিস পরিদর্শন