ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজার কারাগারে কোনো অনিয়ম পাননি কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন

  • আপলোড তারিখঃ 14-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 131734 জন
কক্সবাজার কারাগারে কোনো অনিয়ম পাননি কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন ছবির ক্যাপশন: ১

স্টাফ রিপোর্টার ://

কক্সবাজার কারাগারে কোনো অনিয়ম পাননি কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন। রোববার সকালে কক্সবাজার কারাগার পরিদর্শনে আসলে সাংবাদিকরা তাকে এসংক্রান্ত প্রশ্ন করলে তিনি উত্তরে একথা বলেন।


কক্সবাজার কারাগারে ধারন ক্ষমতার চেয়ে বন্দি বেশি জানিয়ে সৈয়দ মোঃ মোতাহের হোসেন বলেন, এর ধারণ ক্ষমতা বাড়ানো নিয়ে কাজ করা হচ্ছে।


“বন্দিদের মাদকমুক্ত রাখার জন্যও আমরা কাজ করছি।”


তিনি বলেন, আমরা কক্সবাজার কারাগারে তেমন কোনো অসংগতি পাইনি। কিভাবে আরো ফেসিলিটিস বাড়ানো যায় সে বিষয়ে কাজ করছি।


“কারাগার শুধু একটা ভবন নয়, এই দেয়ালের ওপারে আছে একেকটা গল্প। গল্প সংশোধনের, গল্প ফেরার”- বলেন কারা মহাপরিদর্শক।


পরিদর্শনকালে তিনি সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কারা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এসময় কারা মহাপরিদর্শক আরো বলেন, কারা ব্যবস্থাকে আধুনিক ও মানবিক করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, সেইসাথে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চলবে।


“এক সময়ের পুরোনো অভিযোগ, অনিয়ম আর গাফিলতির ছায়া থেকে বেরিয়ে আসতে চাইছে দেশের কারা ব্যবস্থা। মহাপরিদর্শক স্পষ্ট জানিয়ে দিলেন—যারা অনিয়মে জড়িত, তাদের জন্য কোনো ছাড় নেই।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ মনির

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রাঙ্গামাটির পুলিশ সুপারের লংগদু ও বাঘাইছড়ি সার্কেল অফিস পরিদর্শন