ঢাকা | বঙ্গাব্দ

৬ টিভির পর এবার পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

  • আপলোড তারিখঃ 11-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 342591 জন
৬ টিভির পর এবার পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত ছবির ক্যাপশন: ১

অনলাইনখবর://

বাংলাদেশের ছয়টি টেলিভিশনের ইউটিউব চ্যানেলের পর এবার অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার ও লেখক পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, শাহেদ আলম, জুলকারনাইন সায়ের এবং ড. কনক সরওয়ারেরইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত।

গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পিনাকী ভট্টাচার্য।

পিনাকী ভট্টাচার্য তার পোস্টে লিখেন, ‘ভারতে আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে। ভারতমাতা তার শত্রুদেরকে চিনে।

তিনি আরও লিখেন, ‘বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন?’

একইভাবে ব্লক করা হয়েছে অনলাইন অ্যাকটিভিস্ট সাংবাদিক শাহেদ আলমের ইউটিউব চ্যানেলটিও। এ নিয়ে তিনি লেখেন, ‘ভারতের দালাল হইয়াও আমি মোদির মন পাইলাম না। পরানের ইন্ডিয়া রে, ব‍্যান খাইলাম তোর কারনে!’

এদিকে সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আমার অপরাধটা কিরে ভাই? কবে ইউটিউব চ‍্যানেল একটা খুলছিলাম, তেমন কিছুই পোস্ট করি না, ওইটাও ভরত মাতা তাগো দেশে ব্যান কইরা দিলো।’

এদিকে শুক্রবার ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের অন্তত ছয়টি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়। চ্যানেলগুলো হচ্ছে- যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন, মোহনা টিভি, সময় টিভি ও ডিবিসি নিউজ।

ভারতের ইউটিউবে বাংলাদেশি অন্য আরও বেশ কিছু চ্যানেল দেখা গেলেও এই ছয়টি দেখা যাচ্ছে না। এই চ্যানেলগুলোর ব্যাপারে সার্চ করতে গেলেই মেসেজ আসছে, সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কনটেন্ট এই দেশে (ভারতে) পাওয়া যাচ্ছে না।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনো তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করে, তাহলে ইউটিউবকে তা ব্লক করার জন্য আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে দেশটির সরকারের।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স জানিয়েছে, তাদের আট হাজার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে ভারতে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন