ঢাকা | বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টিসেবা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পালিত হয়েছে

  • আপলোড তারিখঃ 28-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 332782 জন
তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টিসেবা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পালিত হয়েছে ছবির ক্যাপশন: ১




পঞ্চগড় প্রতিনিধি:://

"শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সবর্জনীন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


আজ বুধবার(২৮ মে) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা 

(ভার.) ডা. শাকিল রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা 

সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন।


এর আগে, একটি র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। 


এসময় সভায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও এনজিও প্রতিনিধি সহ গনমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। 



উল্লেখ্য যে, ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে জনসচেতনতা সৃষ্টিতে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন