ঢাকা | বঙ্গাব্দ

সীমান্ত এলাকা থেকে প্রায় ৬৭ লাখ টাকা মূল্যের ৪টি স্বর্ণের বারসহ আটক ১

  • আপলোড তারিখঃ 29-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 284093 জন
সীমান্ত এলাকা থেকে প্রায় ৬৭ লাখ টাকা মূল্যের ৪টি স্বর্ণের বারসহ আটক ১ ছবির ক্যাপশন: ১

মেঃমনিরহোসেন://

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ৬৭ লাখ টাকা মূল্যের ৪টি স্বর্ণের বারসহ রুহুল আমিন নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে ভোমরা স্থলবন্দর সংলগ্ন তেতুলতলা এলাকা থেকে উক্ত স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক রুহুল আমিন সাতক্ষীরা সদর থানার আলিপুর গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভোমরা স্থলবন্দর সংলগ্ন তেতুলতলা নামক এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে; এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি চৌকষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখানকার একটি ইজিবাই থেকে সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কোমরের কাপড়ে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ৪৫৮.৬০ গ্রাম যার বাজার মূল্য ৬৬ লাখ ৮০ হাজার ৮৮৫ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ