ঢাকা | বঙ্গাব্দ

যশোরের শার্শা উপজেলায় দুটি নাইন এমএম পিস্তলসহ আটক ২

  • আপলোড তারিখঃ 30-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 281389 জন
যশোরের শার্শা উপজেলায় দুটি নাইন এমএম পিস্তলসহ আটক ২ ছবির ক্যাপশন: ১






মনির হোসেন,

বেনাপোল প্রতিনিধিঃ //


 যশোরের শার্শা উপজেলায় ২ টি নাইম এমএম পিস্তল ২ টি ম্যাগজিন ও ২ টি মোবাইল ফোনসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি’র সদস্যরা।


গতকাল বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ৮ সময় পাঁচভূলট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকেরা হলেন, শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিত (৪৮) ও একুই গ্রামের রবিউল সরদারের ছেলে ইচ্ছা সর্দার (৫০)।


খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাঁচভূলট বিওপি’র সীমান্ত এলাকায় একজন ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র আছে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন

উপ-অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টারের নেতৃত্বে পাঁচভূলট বিওপি’র টহল দল পাঁচভূলট সর্দারপাড়া নামক এলাকার বাসিন্দা আব্দুল মজিদের বাড়িতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করেন।পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় লুকায়িত ১ টি নাইম এমএম পিস্তল (ইউএসএ) ১ টি ম্যাগজিনসহ উদ্ধার করা হয়।


পরবর্তীতে আব্দুল মজিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা ইছা সর্দারের বাড়িতেও অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়, এবং তার গোয়াল ঘরের পাশ থেকে আরও ১ টি নাইন এমএম পিস্তল, ১ টি ম্যাগজিনসহ সর্বমোট ২ টি পিস্তল ও ২ টি ম্যাগজিন উদ্ধার করা হয়।


বিজিবি অধিনায়ক আরো জানান, দেশের সীমান্ত এলাকায় অস্ত্র মাদকসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


প্রেরক:- মো,মনির হোসেন বেনাপোল যশোর। 

তারিখ:-৩০/০৫/২৫

মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ