ঢাকা | বঙ্গাব্দ

জুয়ার বোড থেকে বিএনপির নেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ ৯ জন আটক

  • আপলোড তারিখঃ 23-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 171620 জন
জুয়ার বোড থেকে বিএনপির নেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ ৯ জন আটক ছবির ক্যাপশন: ১

এম আই হৃদয়, সিনিয়র ক্রাইম   রিপোর্টার://

পাবনার আতাইকুলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির পাভেলের শোরুমে জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে এ অভিযান চালানো হয়। পরদিন শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— সাদুল্লাপুর ইউনিয়নের চোমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং  বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ (৪৫), শ্রীকোল গ্রামের খাজা হোসেন (৪০), লোহাগড়া গ্রামের সাইফুল ইসলাম (৩৯), ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফির ছেলে জনি (৪০), চোমরপুর গ্রামের লালন হোসেন (৩৮), হাশেম আলী (৪০), জলিল মুন্সী (৪২), আমিরুল ইসলাম (৪০) এবং আব্দুল মজিদ (৪২)।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শ্রীকোল বাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির পাভেলের আরএফএল শোরুমে নিয়মিত জুয়ার আসর বসে আসছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও ৯ জনকে আটক করা হয়। স্থানীয়রা দাবি করেছেন, শোরুমটি ভাড়া দিয়ে ওই নেতা টাকার বিনিময়ে জুয়ার আসর চালাতে সহায়তা করতেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই খেলা চলত, যা এলাকায় চুরি, চাঁদাবাজি এবং  অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

অভিযোগ রয়েছে, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের অনেকে আত্মগোপনে গেলেও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল প্রভাব খাটিয়ে থেকে যান এ সালিশ ও  চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেন। স্থানীয়রা দাবি করেন, তার ছত্রছায়ায় এলাকায় জুয়া বিস্তার লাভ করেছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল আওয়াল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটক ৯ জনকে শুক্রবার দুপুরে মামলার মাধ্যমে পাবনা কোর্টে প্রেরণ করা হয়েছে।”




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ