ঢাকা | বঙ্গাব্দ

শিগগিরই’ দেশে ফিরবেন মেয়র তাপস

  • আপলোড তারিখঃ 07-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 598303 জন
শিগগিরই’ দেশে ফিরবেন মেয়র তাপস ছবির ক্যাপশন: এখন সংবাদ ২৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ‘জরুরি কাজে’ দেশের বাইরে আছেন বলে জানিয়েছে সিটি করপোরেশনের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার দাবি, শিগগিরই মেয়র দেশে ফিরে আসবেন।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছেন দলটির নেতারা। সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।এর আগে শনিবার (৩ জুলাই) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যান মেয়র তাপস। তিনি একাই সিঙ্গাপুর গেছেন, তার সঙ্গে পরিবারের সদস্যরা ছিলেন না বলে নিশ্চিত করেছে সিটি করপোরেশন সূত্র।শনিবার সকাল সাড়ে ৮টার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায়, মেয়র তাপস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমিক ক্লাসে ভ্রমণ করছেন। বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন। তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন।শনিবার সকাল সাড়ে ৮টার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায়, মেয়র তাপস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমিক ক্লাসে ভ্রমণ করছেন। বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন। তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ