ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানের লামায় ১ শিক্ষার্থী করোনা আক্রান্ত।

  • আপলোড তারিখঃ 12-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 322381 জন
বান্দরবানের লামায় ১ শিক্ষার্থী করোনা আক্রান্ত। ছবির ক্যাপশন: ১


আফজাল হোসেন জয়।

বান্দরবান প্রতিনিধি://

দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। তারি প্রভাব এসে পড়েছে সবুজ শান্তির জনপদ বান্দরবান জেলার লামা উপজেলায়, লামায় সাদিয়া আক্তার (২৭) নামে এক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বান্দরবান সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।


গত মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। উপজেলায় এই প্রথম কোন ব্যক্তি করোনা ভাইরাস-এ আক্রান্ত হন। সাদিয়া আক্তার লামা পৌরসভা এলাকার নয়াপাড়ার বাসিন্দা মুজিবুর রহমান মেয়ে।


তিনি বলেন, গত মঙ্গলবার সকালে সাদিয়া আক্তার স্বাভাবিক অবস্থায় লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানের পরীক্ষায় তার করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। তবে আশঙ্কাজনক না হওয়ায় তাকে প্রাথমিক ব।ভাবে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকের পরিচর্যায় বাসায় আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদী বিএনপি জেলা কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।