ঢাকা | বঙ্গাব্দ

পর্যাপ্ত পরিমাণে দেশি ফল খাওয়ার আহ্বান কৃষি উপদেষ্টার

  • আপলোড তারিখঃ 19-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 306726 জন
পর্যাপ্ত পরিমাণে  দেশি ফল খাওয়ার আহ্বান কৃষি উপদেষ্টার ছবির ক্যাপশন: ১

মোঃমনিরহোসেন ://


এখন থেকে বিদেশি ফলের ওপর নির্ভরতা কমিয়ে দেশি ফল খাওয়ার আহ্বান জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমরা যেন বেশি করে দেশি ফল খাই। এই ফল খেলে আমাদের বৈদেশিক মুদ্রাও অনেক সাশ্রয় হবে।’

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন শেষে তিনি এই আহ্বান জানান।

মো. জাহাঙ্গীর আলম বলেন, এই দেশি ফলের মেলা করার উদ্দেশ্য সবার কাছে দেশি ফলের পরিচিতি বাড়ানো। অনেকে দেশি ফল চেনেনই না। আঙুর, আপেল এসব বিদেশি ফল খান। কিন্তু আমাদের দেশি ফলের যে গুণগত মান ও স্বাদ, তা অনেক বিদেশি ফলের চেয়ে বেশি।

বর্তমানে বিদেশে বাংলাদেশের ফল রফতানি করা হচ্ছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, ‘আপনারা শুনে খুশি হবেন, আমরা বিদেশে প্রচুর পরিমাণে আম, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি পাঠাচ্ছি। চীনে আমাদের নতুনভাবে আম পাঠানো শুরু হয়েছে। রফতানি বাড়লে কৃষকরা উপকৃত হবেন।’

এর আগে উপদেষ্টা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। সরকারি পর্যায়ের ২৬টি এবং  বেসরকারি পর্যায়ের ৪৯টিসহ মোট ৭৫টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে।


উল্লেখ্য, রাজধানীসহ সারা দেশের ৬৪টি জেলার ৪৩১টি উপজেলায় এ ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় ফল মেলার এবারের প্রতিপাদ্য ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ফল মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারবেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন