ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর রামপুরা গ্রিড চালু, ধীরে ধীরে বিদ্যুৎ আসতে শুরু করেছে ঢাকার বিভিন্ন এলাকায়

  • আপলোড তারিখঃ 22-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 257406 জন
রাজধানীর রামপুরা গ্রিড চালু, ধীরে ধীরে বিদ্যুৎ আসতে শুরু করেছে ঢাকার বিভিন্ন এলাকায় ছবির ক্যাপশন: ১

অনলাইনখবর://


রাজধানীর ঢাকার রামপুরা গ্রিডের ত্রুটি মেরামত করা হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় ধীরে ধীরে বিদ্যুৎ আসতে শুরু করেছে। রবিবার (২২ জুন) দিনগত রাত পৌনে ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এর আগে এদিন রাত পৌনে ১০টার দিকে রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে ত্রুটি দেখা দেয়। এতে এতে বসুন্ধরা, গুলশান, আফতাবনগর, রামপুরা, মগবাজার, মধুবাগ, ফার্মগেট,  রাজাবাজার, কারওয়ানবাজার, বনানী, হাতিরঝিল, মহাখালী, মগবাজার, তেজগাঁও, ফার্মগেট, বনশ্রীসহ অনেক এলাকা এখন বিদ্যুৎবিহীন। 

একদিকে যেমন বিদ্যুৎ নেই, অন্যদিকে ভ্যাপসা গরমে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ে। প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিল ঢাকার একাংশ। 

পিজিসিবি জানায়, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে অনাকাঙ্ক্ষিতভাবে সৃষ্ট ত্রুটি মেরামত করে রাত ১১টা ৪৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো ধাপে ধাপে সব এলাকায় সংযোগ পুনঃস্থাপন করবে।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ