ঢাকা | বঙ্গাব্দ

জেনেভা ক্যাম্পে অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দেশীয় অস্ত্র ও চোরাই মোবাইল উদ্ধার

  • আপলোড তারিখঃ 23-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12828 জন
জেনেভা ক্যাম্পে  অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দেশীয় অস্ত্র ও চোরাই মোবাইল উদ্ধার ছবির ক্যাপশন: ১

মতিউল ইসলাম://

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ৪ নম্বর সেক্টরে যৌথ বাহিনীর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দেশীয় অস্ত্র এবং  চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা। 

তিনি বলেন, সকাল থেকে মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। সকালে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের চার নম্বর সেক্টরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা দেশীয় অস্ত্র এবং  ১২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সকাল ৯টায় ৪ নম্বর সেক্টরের পিচ্চি রাজার মাদকের বিভিন্ন স্পটে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান এখনো চলমান রয়েছে বলে জানান তিনি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে প্রথমবার, উপস্থাপিত হবে ৭০টির বেশি গবেষণাপত্র