ঢাকা | বঙ্গাব্দ

সীমান্ত এলাকা থেকে প্রায় ৬৭ লাখ টাকা মূল্যের ৪টি স্বর্ণের বারসহ আটক ১

  • আপলোড তারিখঃ 29-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 282268 জন
সীমান্ত এলাকা থেকে প্রায় ৬৭ লাখ টাকা মূল্যের ৪টি স্বর্ণের বারসহ আটক ১ ছবির ক্যাপশন: ১

মেঃমনিরহোসেন://

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ৬৭ লাখ টাকা মূল্যের ৪টি স্বর্ণের বারসহ রুহুল আমিন নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে ভোমরা স্থলবন্দর সংলগ্ন তেতুলতলা এলাকা থেকে উক্ত স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক রুহুল আমিন সাতক্ষীরা সদর থানার আলিপুর গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভোমরা স্থলবন্দর সংলগ্ন তেতুলতলা নামক এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে; এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি চৌকষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখানকার একটি ইজিবাই থেকে সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কোমরের কাপড়ে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ৪৫৮.৬০ গ্রাম যার বাজার মূল্য ৬৬ লাখ ৮০ হাজার ৮৮৫ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




কমেন্ট বক্স
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ