ঢাকা | বঙ্গাব্দ

মানবিক সেনাবাহিনী: রাঙামাটিতে জন্মগত ঠোঁটকাটা কিশোরের মুখে হাসি ফুটালো সদর জোন

  • আপলোড তারিখঃ 27-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8841 জন
মানবিক সেনাবাহিনী: রাঙামাটিতে জন্মগত ঠোঁটকাটা কিশোরের মুখে হাসি ফুটালো সদর জোন ছবির ক্যাপশন: ১


​মোঃ কামরুল ইসলাম,  রাঙামাটি জেলা প্রতিনিধি:-

পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তার পাশাপাশি আর্তমানবতার সেবায় আবারও অনন্য নজির স্থাপন করল বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি সদর জোনের মানবিক সহায়তায় দীর্ঘ ১৫ বছরের কষ্ট থেকে মুক্তি পেল জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা ও নাসাছিদ্র বন্ধ থাকা কিশোর গভীর চাকমা।​জানা যায়, রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুমিয়া ইউনিয়নের আদেয়াবছড়া গ্রামের বাসিন্দা গভীর চাকমা (১৫) জন্ম থেকেই জটিল এই শারীরিক সমস্যায় ভুগছিলেন। অভাবের তাড়নায় উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি তার পরিবারের পক্ষে। সম্প্রতি বিষয়টি রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি-র নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে ওই কিশোরের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন।

​সেনাবাহিনীর আর্থিক সহায়তায় গভীর চাকমার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বন্ধ থাকা নাসাছিদ্রটি এখন স্বাভাবিক এবং ঠোঁটের ক্ষতও সেরে উঠেছে। চিকিৎসা পরবর্তী ওষুধসহ যাবতীয় খরচও জোন সদর দপ্তর থেকে প্রদান করা হয়।​সুস্থ হয়ে গভীর চাকমা বলেন, আমি কোনোদিন ভাবিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারব। সেনাবাহিনীর এই ঋণ আমি কোনোদিন ভুলব না।​রাঙামাটি সদর জোন সূত্রে জানা গেছে, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। পাহাড়ে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




কমেন্ট বক্স
notebook

রাঙ্গামাটিতে প্রথমবার, উপস্থাপিত হবে ৭০টির বেশি গবেষণাপত্র