রিপোর্ট মোঃ হারুন ://পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান মনিটরিংয়ে কমিটি
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। গতকাল মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা যায় কমিটির আহবায়ক হিসেবে আছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগ। আর সদস্য হিসেবে থাকছেন যুগ্মসচিব পরিবেশ ১ অধিশাখা। উপসচিব পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ১ ও ২ এবং সিনিয়র সরকারি সচিব পরিবেশ ৩।