ঢাকা | বঙ্গাব্দ

মোহাম্মদপুরে সন্ত্রাসীর গুলিতে একজন নিহত।

  • আপলোড তারিখঃ 18-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 571215 জন
মোহাম্মদপুরে সন্ত্রাসীর   গুলিতে একজন নিহত। ছবির ক্যাপশন: ১




রিপোর্ট :/রবিউল ইসলাম //রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গতকাল রাত ১১ টার দিকে সন্ত্রাসীদের গুলিতে শানেমাজ (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বোন নাসরিন জানান, তারা জেনেভা ক্যাম্পের ৮ নম্বর রোডে থাকেন। শানেমাজ একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন। হুমায়ুন রোডের জালাল ডেকোরেটরের সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত পৌনে ১২ টার দিকে শানেমাজকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মৃত আবু বক্কর সিদ্দিক।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ