ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানে অস্বাস্থ্যকর খাবার উৎপাদন ও ওজনে কম দেওয়ায় জরিমানা।

  • আপলোড তারিখঃ 23-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 251516 জন
বান্দরবানে অস্বাস্থ্যকর খাবার উৎপাদন ও ওজনে কম দেওয়ায় জরিমানা। ছবির ক্যাপশন: ১


আফজাল হোসেন জয়।

জেলা প্রতিনিধি://


বান্দরবান জেলার লামা উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে, লামা পৌরসভায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।


 অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং ওজনে কম দেওয়ার  অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১,০০,০০০ টাকা (এক লাখ টাকা) জরিমানা করা হয়েছে। (২৩ জুন) সোমবার এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।


ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪১ ও ৪৬ ধারায় দায়ের করা ৫টি মামলায় ৫ জন দোকানিকে অভিযুক্ত করে এই জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্টের অভিযানে যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে প্যারামাউন্ট বেকারি ১৫ হাজার ,হাতিয়া বেকারি ২০ হাজার ,লিপ্সা ফুড ৩০ হাজার ,রহমানিয়া বেকারি ৩০ হাজার,জি এন্ড সন্স (লিটন দাস) ৫ হাজার টাকা।


লামার চারটি বেকারিকে মূলত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ‘সাল্টু’ নামক রাসায়নিক ব্যবহার এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর প্রয়োজনীয় সার্টিফিকেট না থাকার কারণে জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, জি এন্ড সন্স কে গ্রাহকদের কাছে পরিমাণের চেয়ে কম তেল বা ডিজেল বিক্রি করার অপরাধে অভিযুক্ত করে জরিমানা করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে স্থানীয় ব্যবসায়ীরা নিয়ম মেনে চলে এবং ভোক্তারা নিরাপদ পণ্য ন্যায্য মূল্যে পায়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ