ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি।

  • আপলোড তারিখঃ 24-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 250700 জন
বান্দরবানে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি। ছবির ক্যাপশন: ১



আফজাল হোসেন জয়।

জেলা প্রতিনিধি://


বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, লামা উপজেলা শাখার উদ্যোগে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও দুই ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন, পদোন্নতি এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে এই কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা।


একই দাবিতে বান্দরবানের রুমা উপজেলা, থানচি উপজেলা, রোয়াংছড়ি উপজেলা, আলীকদম উপজেলা, নাইক্ষংছড়ি উপজেলা ও বান্দরবান সদর উপজেলায় এই কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।


এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ঘোষিত ছয় দফা দাবির দ্রুত বাস্তবায়ন দাবি করেন তারা।


কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে মানব শিশুর ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে স্বাস্থ্য সহকারীরাই মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করেন। অথচ দীর্ঘদিন ধরে তারা কারিগরি (টেকনিক্যাল) কাজ করলেও টেকনিক্যাল পদমর্যাদা পাননি। ফলে সরকারিভাবে অন্যান্য দপ্তরের কর্মচারীদের তুলনায় তারা চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।


তারা আরও বলেন, স্বাস্থ্য খাতের সকল আন্তর্জাতিক স্বীকৃতির পেছনে স্বাস্থ্য সহকারীদের অবদান থাকলেও এখনও বাস্তব কোনো পরিবর্তন আসেনি তাদের জীবনে। তাই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগবিধি সংশোধন ও টেকনিক্যাল মর্যাদা নির্ধারণসহ ছয় দফা দাবি আদায়ে তারা আন্দোলনে নেমেছেন।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি গুলো হলো: ১। নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণ ও ১৪তম গ্রেড প্রদান। ২। ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ ১১তম গ্রেডে উন্নীতকরণ।

৩। পদোন্নতির ধারাবাহিকতায় উচ্চতর গ্রেড নিশ্চিত করা। ৪। পূর্বের নিয়োগপ্রাপ্তদের অভিজ্ঞতার ভিত্তিতে স্নাতক স্কেলে অন্তর্ভুক্তি। ৫। টাইম স্কেল ও উচ্চতর গ্রেড পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে সমন্বয়। ৬। ইতিপূর্বে ইনসার্ভিস ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের ১১তম গ্রেড প্রদান।


স্বাস্থ্য সহকারী রমিজ উদ্দীন, সভাপতি

হেল্থ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশন, লামা উপজেলা শাখা। স্বাস্থ্য সহকারী সৈয়দ খালিদ মাহমুদ, সাধারণ সম্পাদক হেল্থ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশন, লামা উপজেলা শাখা সহ অন্যান্য বক্তারা জানান, তারা পূর্বেই কর্তৃপক্ষকে  ও আবেদনের মাধ্যমে দাবি জানিয়ে এসেছেন। তবে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে আগামী ১ লা সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হবে।


স্বাস্থ্য সহকারীরা আশা করছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে দ্রুত ছয় দফা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ