ঢাকা | বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষার্থী ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি

  • আপলোড তারিখঃ 26-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 285113 জন
এইচএসসি পরীক্ষার্থী ছেলেদের  থেকে মেয়েদের সংখ্যা বেশি ছবির ক্যাপশন: ১

আইজুল ইসলাম://


‎সারা দেশে ন্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষাও শুরু হয়েছে। এই শিক্ষা বোর্ড এবার সর্বমোট পরীক্ষার্থী ৭৮ হাজার ৯৯৪ জন। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় একযোগে এই পরীক্ষা শুরু হয়।

পরীক্ষার্থীদের মধ্যে ৩৭ হাজার ৩৩৭ জন ছাত্র ও ৪১ হাজার ৬৫৭ জন ছাত্রী। এই হিসাবে দেখা যাচ্ছে, এবার  ছাত্রীর সংখ্যা বেশি এই বোর্ডে। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ৯৯৫, মানবিক বিভাগে ৫৬ হাজার ৯৭ ও ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৯০২ জন।

‎এ বছর ময়মনসিংহ বিভাগের চারটি জেলার সর্বমোট ১০৬টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে। এর মধ্যে, ময়মনসিংহ জেলার ৫১টি কেন্দ্রে ৩৮হাজার ৯৯৮, জামালপুর জেলার ২৫টি কেন্দ্রে ১৬ হাজার ৪০৯, নেত্রকোনা জেলার ২১টি কেন্দ্রে ১৪ হাজার ৩১৬ ও শেরপুর জেলার ৯টি কেন্দ্রে ৯ হাজার ২৭১ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন