মোহাম্মদ জুবাইর রাফি।
জেলা প্রতিনিধি, কক্সবাজার://
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ডেইংগাকাটা গ্রামের একমাত্র সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারাধীন হয়ে পড়ে থাকায় চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী। প্রকল্পের নির্ধারিত মেয়াদ বহু আগেই শেষ হলেও আজও শেষ হয়নি সংস্কার কাজ, ফলে জনজীবনে নেমে এসেছে ভোগান্তির ছায়া।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা কংক্রিট, পড়ে আছে যত্রতত্র ইউনি ব্লক। অল্প বৃষ্টিতেই পুরো সড়কজুড়ে তৈরি হয় কাদার স্লিপার, ফলে পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও বৃদ্ধরা পড়ছেন মারাত্মক সমস্যায়।
স্থানীয়রা অভিযোগ করে জানান, এলজিইডির তত্ত্বাবধানে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়ক পুনর্বাসনের জন্য ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয় ৩ কোটি ৬২ লাখ ৮৫ হাজার টাকা। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কাজ শুরু হয় এবং শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের ৩০ জানুয়ারি। কিন্তু, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কাজের অগ্রগতি আশানুরূপ নয়।
কাজটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে নজরুল কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠানটির চরম অবহেলা এবং দায়িত্বজ্ঞানহীনতার কারণেই নির্ধারিত সময়ের মধ্যেও কাজ শেষ হয়নি।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এলজিইডি কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। রাস্তার দুরবস্থার কারণে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। কোনো রোগী হাসপাতালে নেওয়া, কৃষিপণ্য বাজারে পৌঁছানো, এমনকি শিশুদের স্কুলে যাওয়া—সব কিছুতেই তৈরি হয়েছে মারাত্মক বিঘ্ন।
তারা দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে সড়কটি চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।