ঢাকা | বঙ্গাব্দ

জলাবদ্ধতা নিরসনে ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন

  • আপলোড তারিখঃ 02-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 275310 জন
জলাবদ্ধতা নিরসনে ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ছবির ক্যাপশন: ১




আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার ://

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পানি উন্নয়ন বাের্ডের ২৪ শতাংশ জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। 


২৫(জুন)বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমলনগরের হাজিরহাট বাজারের জারিরদোনা খালের ওপর অভিযান চালানো হয়। 


জানা যায় সব গুলো স্থাপনা দখল মুক্ত হলেও খালের ওপর থাকা তিনটি বহুতল ভবনের মালিকরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেয়ায় তা উচ্ছেদ করা যায়নি। 

এ ব্যপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ঈদের আগে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়ার নোটিশ দেয়া হয়। জলাবদ্ধতা নিরসন ও খালের প্রবাহ পুনরুদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন । অভিযান চলাকালিন সময় দেয়াল ধসে আহত হন তিন শ্রমিক।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন