ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ আড়াই হাজার থানার চালক দলের আহবায়ক কমিটির চূড়ান্ত অনুমোদন

  • আপলোড তারিখঃ 12-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 261556 জন
নারায়ণগঞ্জ আড়াই হাজার থানার চালক দলের আহবায়ক কমিটির চূড়ান্ত অনুমোদন ছবির ক্যাপশন: সম্মিলিত ছবি

নিজেস্ব প্রতিদেবক:

অদ্য ১২ (শনিবার) বিকালে ৪ ঘটিকার সময় ২৩ সদস্য বিশিষ্ট চালক দল কমিটি অনুমোদন করা হয়।

উক্ত কমিটিটি রাজু আহম্মেদ (রাজিম), আহবায়ক, নারায়ণগঞ্জ জেলা চালক দল, নজরুল হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক, নারায়ণগঞ্জ জেলা চালক দল ও জুয়েল  ইসলাম নয়ন, সদস্য সচিব, নারায়ণগঞ্জ জেলা চালক দল স্বাক্ষরিত। 

নারায়ণগঞ্জ চাষারা জেলা চালক দল অফিসে সকল নেত্বিবৃন্দনের সাথে নিয়ে উক্ত কমিটি অনুমোদন ও কার্যক্রমের সূচনা করেন। এছাড়াও অত্র এলাকার বিভিন্ন নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কমিটির কপি সংযুক্ত:





কমেন্ট বক্স
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন