নিজেস্ব প্রতিদেবক:
অদ্য ১২ (শনিবার) বিকালে ৪ ঘটিকার সময় ২৩ সদস্য বিশিষ্ট চালক দল কমিটি অনুমোদন করা হয়।
উক্ত কমিটিটি রাজু আহম্মেদ (রাজিম), আহবায়ক, নারায়ণগঞ্জ জেলা চালক দল, নজরুল হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক, নারায়ণগঞ্জ জেলা চালক দল ও জুয়েল ইসলাম নয়ন, সদস্য সচিব, নারায়ণগঞ্জ জেলা চালক দল স্বাক্ষরিত।
নারায়ণগঞ্জ চাষারা জেলা চালক দল অফিসে সকল নেত্বিবৃন্দনের সাথে নিয়ে উক্ত কমিটি অনুমোদন ও কার্যক্রমের সূচনা করেন। এছাড়াও অত্র এলাকার বিভিন্ন নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কমিটির কপি সংযুক্ত: