ঢাকা | বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপলোড তারিখঃ 13-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 259143 জন
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ছবির ক্যাপশন: ১

মোঃমনিরহোসেন://

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) রাতে নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইফতেখারুল ইসলাম শুভ রংপুর মহানগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে ও রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আহত মামুনুর রশিদ মামুন, জয়নাল আবেদীন বাপ্পী, রমজান আলী ও শহিদুল ইসলাম পৃথক চারটি মামলা করেছেন। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন