ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বন্ধে দিনভর ভ্রাম্যমান আদালত পরিচালনা

  • আপলোড তারিখঃ 12-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 181075 জন
খুলনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বন্ধে দিনভর ভ্রাম্যমান আদালত পরিচালনা ছবির ক্যাপশন: ১



আব্দুল হাকিম।

বিশেষ প্রতিনিধি://


গত ১১ আগস্ট জেলা প্রশাসন খুলনা, পরিবেশ অধিদপ্তর খুলনা ও খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে,   খুলনার বড় বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত  পলিথিন ব্যবহার বন্ধে, পরিবেশ অধিদপ্তর  খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত ভ্রাম্যমান আদালত অভিযানে আরো উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, খুলনা জেলাপ্রশাসক  কার্যালয়ের নির্বাহী  ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব। উক্ত অভিযানে প্রায় ৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ  ও ৩ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার  টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর  খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক রাজিব কুমার বাইন এবং পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আসিফ আলম। খুলনা জেলা পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন সদস্যগণ আইন-শৃঙ্খলা রক্ষার  দায়িত্ব পালন করেন।  পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলমান  থাকবে বলে পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ