ঢাকা | বঙ্গাব্দ

হাই কোর্টের নির্দেশে বান্দরবানের ফাইতং এ ইট ভাটায় প্রশাসনের অভিযান।

  • আপলোড তারিখঃ 13-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 181117 জন
হাই কোর্টের নির্দেশে বান্দরবানের ফাইতং এ ইট ভাটায় প্রশাসনের অভিযান। ছবির ক্যাপশন: ১


আফজাল হোসেন জয় // বান্দরবান প্রতিনিধি।


বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নের কয়েকটি ইট ভাটায় প্রশাসনের অভিযান।


বুধবার (১৩’ই আগস্ট ২০২৫ইং) দুপুর আনুমানিক  ১টার দিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ভাবে নির্মিত ইবিএম ইট ভাটা সহ আরও কয়েকটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেয় প্রশাসন ।


লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দীন এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। হাইকোর্টের রায় বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে জানা যায়।


অভিযান চলাকালীন সময়ে স্থানীয় জনসাধারণের ভিড় লক্ষ্য করা যায় এবং এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করতে দেখা যায় কিন্তু প্রশাসনের কঠোর নজরদারিতে পরিস্থিতি শান্ত ছিলো। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশ অমান্য করে কেউ অবৈধ ভাবে ইট ভাটা স্থাপন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে ফাইতং এলাকায় এই ইবিএম সহ আরো অনেক ইট ভাটা নিয়ে বিরোধ চলছিল। অবশেষে আদালতের নির্দেশনা পাওয়ার পর উপজেলা প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করে ।


অভিযান শেষে ইউএনও মো. মঈন উদ্দীন  গণমাধ্যমকে জানান, আমরা আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করেছি। সরকারি জমি ও জনস্বার্থ রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ