চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে এম. মোবারক আলী নির্বাচিত, সভাপতি পদের সিদ্ধান্ত স্থগিত
-
আপলোড তারিখঃ 24-08-2025 ইং |
- নিউজটি দেখেছেনঃ 217877 জন
ছবির ক্যাপশন: ১
মোহাম্মদ জুবাইর রাফি // কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকালে চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই কাউন্সিল ও সম্মেলনে অংশ নিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই ভিড় জমাতে থাকেন। সম্মেলন শুরুর নির্ধারিত সময় ছিল দুপুর ২টা, তবে সকাল থেকেই নেতাকর্মীদের আগমন শুরু হয়। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্মেলনটি পরিণত হয় বিশাল জনসমুদ্রে। চারদিকজুড়ে ছিল স্লোগান, ব্যানার ও দলীয় পতাকায় সাজানো এক প্রাণবন্ত পরিবেশ।
চকরিয়ায় এম. মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এনামুল হক। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর হেলাল, সাবেক এমপি এ্যাডভোকেট হাসিনা আহমেদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীমামা আরা স্বপ্না। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীকে সজাগ ও সক্রিয় থাকতে হবে। তিনি বলেন, এই কর্মসূচি দেশ ও জনগণের মুক্তির রূপরেখা, যা বাস্তবায়নের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পিআর (প্রতিনিধিত্বমূলক নির্বাচন) পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ যেন এই ইস্যু নিয়ে মাঠ ঘোলা না করে বরং গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সমাধানের পথ খোঁজে।
তিনি আরও বলেন, নির্বাচনের আমেজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তাই নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।
চকরিয়া উপজেলা বিএনপির দ্বিতীয় কাউন্সিল অধিবেশন এক আবেগঘন ও প্রতীক্ষিত পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে সর্বসম্মতিক্রমে চকরিয়া উপজেলার পরিচ্ছন্ন ও জনপ্রিয় রাজনীতিবিদ মোবারক আলীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়। তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো মিলনায়তন করতালিতে মুখরিত হয়ে উঠে, এবং কর্মী-সমর্থকদের মাঝে এক উচ্ছ্বাসের আবহ সৃষ্টি হয়।
তবে সভাপতি পদ নিয়ে একাধিক প্রার্থীর মধ্যে মতৈক্যে না পৌঁছানোয়, কাউন্সিল সভার আয়োজক কমিটি আপাতত পদটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। নেতৃবৃন্দ জানান, ‘দলীয় ঐক্য এবং সুসংগঠনের স্বার্থে আলোচনার মাধ্যমে সহমতের ভিত্তিতে শীঘ্রই সভাপতি পদেও সিদ্ধান্ত আসবে।’
সাধারণ সম্পাদক পদে মোবারক আলী নির্বাচিত হওয়ার খবরে তার অনুগত নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়ে। বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে নতুন দায়িত্ব পালনে আন্তরিক শুভকামনা জানান।
কমেন্ট বক্স