ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবান জেলা আ. লীগের সাধারন সম্পাদক লক্ষী পদ দাশ জামিনে মুক্তি পেলেন

  • আপলোড তারিখঃ 27-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 208305 জন
বান্দরবান জেলা আ. লীগের সাধারন সম্পাদক লক্ষী পদ দাশ জামিনে মুক্তি পেলেন ছবির ক্যাপশন: ১


আফজাল হোসেন জয়।

বান্দরবান প্রতিনিধি।

বুধবার (২৭ আগস্ট) সকালে বান্দরবান জেলা কারাগার থেকে বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক  লক্ষীপদ দাস কে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের জেল সুপার মো. আনোয়ারুল করিম। জেল সুপার বলেন, ২৫ আগস্ট হাই কোর্ট থেকে তাকে জামিন দেওয়া হয় এবং হাই কোর্ট থেকে জামিনের কাগজ পত্র পেয়ে তাকে আজ সকালে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।


উল্লেখ্য, ৫ আগস্টের অভ্যূত্থানের পর তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় বৈষাম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক দল ৫ টি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে লক্ষী পদ দাশ বান্দরবান থেকে গা ঢাকা দিয়ে ঢাকা শহরে আত্মগোপনে ছিলেন।


২৫ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেফতারের পর বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন। দীর্ঘ দিন পর তিনি জামিনে মুক্ত হলেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন