ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানের পাইন্দুতে প্রা. বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার পলাতক ২ আসামীর আত্মসমর্পন।

  • আপলোড তারিখঃ 31-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 161565 জন
বান্দরবানের পাইন্দুতে প্রা. বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার পলাতক ২ আসামীর আত্মসমর্পন। ছবির ক্যাপশন: ১



আফজাল হোসেন জয় // বান্দরবান প্রতিনিধি।


বান্দরবানের রুমা উপজেলার পাইন্দুতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক থাকা ২ আসামি আদালতে আত্মসমর্পণ করেছে।

বৃহস্পতি বান (২৮ আগষ্ট) দুপুরে তারা আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে আদালতের বিচারক মো. ইমরান জামিন আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আত্মসমর্পণকারী ২ আসামি হলো,  চহাই মার্মা ও ক্যওয়াই সাই মার্মা। এর আগে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে মামলার আরও ৩ আসামিকে পুলিশ গ্রেফতার করেছিল। ফলে এজাহার ভুক্ত ৫ আসামিই এখন কারাগারে রয়েছে।


উল্লেখ্য, চলতি আগস্টের দ্বিতীয় সপ্তাহে প্রাইভেট পড়ে বাসায় ফেরার সময় ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় পাঁচ যুবক। পরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী। ঘটনার পর স্থানীয় প্রভাবশালী কারবারী, হেডম্যান ও কিছু জনপ্রতিনিধি মিলে পাড়ায় সালিসি করে ধর্ষকদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেন এবং ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। এ সময় ভুক্তভোগীকেও ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ উঠে।


ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়। বিভিন্ন মহল ধর্ষক ও সালিসি আয়োজনকারীদের গ্রেফতারের দাবি তোলে। পরে পুলিশ ৩ আসামি  গ্রেফতার করলেও দু’জন পালিয়ে যায়। অবশেষে আদালতে আত্মসমর্পণের মাধ্যমে তারাও এখন আইনের আওতায়।


এদিকে এলাকাবাসীর অভিযোগ, ধর্ষণ ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা সালিসি আয়োজকদের এখনো আইনের মুখোমুখি করা হয়নি। তারাও দ্রুত বিচারের আওতায় আসবে, এমনটাই প্রত্যাশা করছে স্থানীয় জনসাধারন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ