ঢাকা | বঙ্গাব্দ

এমপি হতে চাইনা, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবো।

  • আপলোড তারিখঃ 12-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 136893 জন
এমপি হতে চাইনা, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবো। ছবির ক্যাপশন: ১


আফজাল হোসেন জয়।

বান্দরবান প্রতিনিধি।


দল যাকে নমিনেশন দেবে তার পক্ষে আমরা কাজ করবো। যে ধানের শীষ নিয়ে আসবে, তার পক্ষেই থাকবো সেটা আমাদের অঙ্গিকার। 


(১২ সেপ্টেম্বর শুক্রবার) জুমআর নামাজের পর বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের সিপাহী হাবিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন বান্দরবান জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জাবেদ রেজা।


তিনি আরো বলেন, দলাদলি নয়, বিভেদ নয়, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা হচ্ছি বেগম জিয়ার সৈনিক। আজকে যদি আমার কাছ থেকে বেগম জিয়া সেক্রেটারীশীপ নিয়ে নেয়, কালকে আমার ডাকে কেউ আসবেনা।


এ ছাড়াও আজিজ নগরের দলীয় নেতাকর্মীদের এক হয়ে কাজ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন জাবেদ রেজা।


বিশেষ অথিতির বক্তব্য প্রদান কালে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রদল নেতা জসীম উদ্দিন তুষার বলেন, আমরা চাই প্রতিটি ঘরে ঘরে বিএনপির সদস্য থাকবে। যারা খালেদা জিয়ার নেতৃত্বকে মানে তারা সদস্য ফরম পূরণ করতে পারবে। যারা অতীতে বিএনপিকে নির্যাতন করেছে, বিএনপিকে রাতে ঘুমাতে দেয় নাই, আওয়ামীলীগের সাথে মিছিল মিটিং করেছে, তাদেরকে সদস্য ফরম পূরণ করতে দেওয়া হবে না।


অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান,  বান্দরবান জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন, বান্দরবান জেলা জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আলমগীর চৌধুরী, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক  কমিটির সদস্য সেলিম রেজা, আজিজ নগর সা্ংগঠনিক থানা বিএনপির সাবেক সভাপতি রফিকুল  ইসলাম খোকন, আজিজ নগর সাংগঠনিক থানা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম, আজিজ নগর সাংগঠনিক থানা যুবদলের আহ্বায়ক বশিরুল আলম রবিন, অনুষ্টান সঞ্চালনা করেন মো. ফরহাদ হোসেন, সাবেক সদস্য সচিব, আজিজ নগর সাংগঠনিক থানা বিএনপি।


এছাড়াও জেলা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ