ঢাকা | বঙ্গাব্দ

যাত্রাবাড়ী আবাসিক হোটেল তাজে ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেন আটক

  • আপলোড তারিখঃ 01-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 164449 জন
যাত্রাবাড়ী আবাসিক হোটেল তাজে ভুয়া  সেনাবাহিনীর ক্যাপ্টেন আটক ছবির ক্যাপশন: ১

এম আই হৃদয়://

আসন্ন পুজা উপলক্ষে

নিরাপত্তা কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে টহল দল যাত্রাবাড়ী থানার আওতাধীন হোটেল তাজ নামক আবাসিক হোটেলে যৌথবাহিনী  পরিদর্শনের জন্য যায়। সেখানে গিয়ে জানতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় এক ভদ্রলোক সস্ত্রীক গত প্রায় একমাস ধরে বসবাস করে আসছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উক্ত ভদ্রলোককে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথোপকথন টহল দলের সন্দেহের উদ্রেক করে। ফলশ্রুতিতে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ এর একপর্যায়ে তার ভুয়া পরিচয় প্রমাণিত হয় এবং তার কাছে ভুয়া আইডি কার্ড সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায়। পরিশেষে উভয়কে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। 


 *গ্রেফতারকৃত ব্যক্তিবর্গ* 

    ক। এসএম নাজমুল হাসান সুমন (২৮)

     গ্রাম : হাড়িখালি

     পো: হাড়িখালি

     থানা : তের খাদা

     জেলা : খুলনা 

  ক।  শিরিন আক্তার (৩৭)

     গ্রাম : কলশেপুর

     পো: জাতীয় বিশ্ববিদ্যালয়

     থানা: গাজীপুর সিটি

     জেলা : গাজীপুর 

 *জব্দকৃত সরঞ্জামাদি* 

    ক। ভুয়া আইডি কার্ড

    খ। ইউনিফর্ম  পরিহিত    ছবি।

    গ। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ ব্যাজ।  

    ঘ। সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন পোশাক সামগ্রী।

    ঙ। প্রতারণার বিভিন্ন নথিপত্র। 

    চ। সাংবাদিক পরিচয়পত্র।

    ছ। একটি ওয়ালেট। 

    জ। দুইটি মোবাইল ও চারটি সিম কার্ড। 

    ঝ। বিভিন্ন স্থানের দলিল।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন