ঢাকা | বঙ্গাব্দ

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করা হবে হাসান আরিফ

  • আপলোড তারিখঃ 11-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 637713 জন
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করা হবে  হাসান আরিফ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

প্রথমদিন সচিবালয়ে অফিস করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

এ সময় তিনি বলেছেন, আমাদের এই সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় গঠিত হয়নি, তাই এই সরকারের পুরো কাজটিই চ্যালেঞ্জের। আমাদের অন্যতম দায়িত্ব হলো একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করা।

আজ (রোববার) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

হাসান আরিফ বলেন, নিজে একজন আইনজ্ঞ হওয়ার কারণে কোনো মন্ত্রণালয়ের কাজই তার কাছে বিশেষ ভিন্নতা কিছু নয়। তবে, কেন স্থানীয় সরকারের কাজে এত বেশি মামলা সংঘটিত হয়, তা নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, স্থানীয় সরকারে কাজগুলোকে চ্যালেঞ্জ মনে না করলেও এর সঙ্গে দুর্নীতি হওয়ার প্রবণতা বেশি। এ ক্ষেত্রে মনোযোগ দিয়ে কাজ শুরু করার কথাও বলেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিনের হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন