রিপোর্ট :হারুন :/সমালোচকদের স্বাগত জানিয়ে তাদের শুভাকাঙ্ক্ষী বলে অভিহিত করেছেন অন্তর্বতী সরকারের ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন। তাদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও সচেতন থাকার কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে আমি ধার্মিক তবে ধর্মান্ধ নই,বলে মন্তব্য করেছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তার এ বক্তব্যের পর সামাজিক মাধ্যমে চর্চা শুরু হলে ধর্মান্ধ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি ভুল বোঝাবুঝির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এক দীর্ঘ পোস্টে বলেন। সম্প্রতি কিছু শব্দ এবং বাক্য নিয়ে ভুল বোঝাবুঝির কারণে সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি কৃতজ্ঞ যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, বন্ধু এবং সম্মানিত উস্তাদগন আমাকে এ বিষয়ে সৎ পরামর্শ দিয়েছেন।