ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটিতে কলেজ গেইট একতা যুব কল্যাণ সমিতির শুভযাত্রা

  • আপলোড তারিখঃ 31-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 53057 জন
রাঙামাটিতে কলেজ গেইট একতা যুব কল্যাণ সমিতির শুভযাত্রা ছবির ক্যাপশন: ১



মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধ:-

সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকেই রাঙামাটির তরুণরা গড়ে তুলেছে নতুন এক সামাজিক সংগঠন — কলেজ গেইট একতা যুব কল্যাণ সমিতি’। তারুণ্যের শক্তি আর অভিজ্ঞতার পরামর্শে পরিচালিত এই সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় ৩১ শে অক্টোবর শুক্রবার রাতে শহরের কলেজ গেইট মোটেল জর্জে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী ও বিপুলসংখ্যক তরুণ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ নুরুজ্জামান, সভাপতিত্ব করেন  মোঃ ইসমাইল, আর সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ নিজাম হাওলাদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

কলেজ গেইট একতা যুব কল্যাণ সমিতির এই উদ্যোগ প্রমাণ করে যে, তরুণ সমাজ এখন সমাজ পরিবর্তনের দায় নিজের কাঁধে নিতে প্রস্তুত। যুবশক্তির এই ঐক্যবদ্ধ পথচলা রাঙামাটির প্রতিটি প্রান্তে ইতিবাচক পরিবর্তন আনবে।

সভাপতি মোঃ ইসমাইল বলেন,আমরা প্রতিজ্ঞাবদ্ধ, একতার শক্তিতে এলাকার সকল সামাজিক সমস্যা মোকাবিলা করব। সমাজে সহযোগিতা ও মানবতার সংস্কৃতি ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাব।

অভিজ্ঞ উপদেষ্টামণ্ডলী: সংগঠনের চালিকাশক্তি

নবীন এই সংগঠনটি যাতে সঠিক পথে পরিচালিত হয়, সে লক্ষ্যে গঠিত হয়েছে এক শক্তিশালী উপদেষ্টা পরিষদ। উপদেষ্টারা হলেন, মোঃ নুরুজ্জামান, মোঃ ইদ্রিস হাওলাদার, মোঃ কামাল, মোঃ সুলতান মাহমুদ, মোঃ আল মামুন ও মোঃ তাজউদ্দীন।

তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তরুণ সদস্যদের অনুপ্রাণিত করবে এবং সংগঠনের কার্যক্রমে স্থায়িত্ব ও পেশাদারিত্ব আনবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।।




কমেন্ট বক্স
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ