ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার রোগমুক্তির জন্য এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ছাত্রদল

  • আপলোড তারিখঃ 02-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 36973 জন
খালেদা জিয়ার রোগমুক্তির জন্য এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ছাত্রদল ছবির ক্যাপশন: ১

 মোঃ কামরুল ইসলাম, ​রাঙ্গামাটি প্রতিনিধি, 

৬ নং ওয়ার্ড (নতুনপাড়া) ​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে রাঙ্গামাটিতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা ছাত্রদল। সোমবার (১ ডিসেম্বর) শহরের ভেদভেদি নতুনপাড়া এলাকার বাইতুল করিম মাদ্রাসা ও এতিমখানায় এই কর্মসূচি পালিত হয়।

​শীতবস্ত্র বিতরণের পাশাপাশি দেশনেত্রীর আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

​শীতবস্ত্র বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম।​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:

​জেলা ছাত্রদলের অর্থ সম্পাদক হেলিম মিয়া,

​সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আদনান রাসেল,

​সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল,

​রাঙ্গামাটি পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম তারা,​রাঙ্গামাটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী,​রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিশাদ ইসলাম মিলন,

​রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল,​রাঙ্গামাটি পৌর সাইবার দলের সাধারণ সম্পাদক কিশোর কুমার দাস,

​অনুষ্ঠানে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে নেতাকর্মীরা উদ্বিগ্ন। তাঁর আশু আরোগ্যের জন্য এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

​জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। আমরা তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য এতিম শিশুদের কাছে দোয়া চেয়েছি এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এই ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা দেশনেত্রীর জন্য সবার কাছে দোয়া কামনা করছি।​নেতৃবৃন্দ আরও জানান, তারা ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখবেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন