ঢাকা | বঙ্গাব্দ

শেরপুরের কৃষি কর্মকর্তাকে মারধর ঘটনায় ছাত্রদল নেতা কাইয়ুমকে গ্রেপ্তার ও বিচারের দাবি

  • আপলোড তারিখঃ 06-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 75941 জন
শেরপুরের কৃষি কর্মকর্তাকে মারধর  ঘটনায় ছাত্রদল নেতা কাইয়ুমকে গ্রেপ্তার ও বিচারের দাবি ছবির ক্যাপশন: ১

মোঃ মনিরহোসেন ://

শেরপুরের নকলায় সরকারি কৃষি প্রণোদনা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে কর্তব্যরত অবস্থায় ছাত্রদলের এক নেতা কর্তৃক মারধরের ঘটনা ঘটেছে। এতে ওই উপজেলা ছাত্রদলের নেতা (সদস্য সচিব) রাহাত হাসান কাইয়ুমকে দ্রুত গ্রেপ্তার এবং  বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 উপজেলা পরিষদ ভবনের সামনে এবং বিকেলে শেরপুর জেলা খামারবাড়ি কার্যালয়ের সামনে এই মানববন্ধন এবং  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা খামারবাড়ি, কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ, বিসিএস কৃষি অ্যাসোসিয়েশন এবং ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতৃবৃন্দ অংশ নেন।


মানববন্ধন এবং  সংবাদ সম্মেলনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে রাহাত হাসান কাইয়ুমকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ৬ দফা দাবি তুলে ধরেন।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক সালমা আক্তার, তেলজাতীয় ফসল উৎপাদন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার খাইরুল আমিন শোয়েব, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ড. সালাহউদ্দিন কায়সার, শেরপুর জেলা খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর এবং ভুক্তভোগী কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীসহ অন্যান্যরা।

: উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে সরকারি কৃষি প্রণোদনা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর অফিসকক্ষে প্রবেশ করে তাকে মারধর করেন নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও ছাত্রদল কর্মী ফজলু। এ ঘটনায় কাইয়ুম ও ফজলুর বিরুদ্ধে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে।


মারধরের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ঘটনার পরপরই কেন্দ্রীয় ছাত্রদল থেকে রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করা হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন