ঢাকা | বঙ্গাব্দ

রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও উপহার বিতরণ: ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তির নির্দেশনা

  • আপলোড তারিখঃ 08-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 30425 জন
রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও উপহার বিতরণ: ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তির নির্দেশনা ছবির ক্যাপশন: ১


মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটির জেলা প্রতওনিধি:-

 শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে আগামী প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে এক আনন্দঘন পরিবেশে  শনিবার (০৮ নভেম্বর, ২৫ ইং) রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসার নূরানি বিভাগের অভিভাবক সমাবেশ ও ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাঝে পরীক্ষা সামগ্রী ও উপহার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত এই আয়োজনে বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

ভর্তি ও বার্ষিক পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশনা

​অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা শরীয়ত উল্লাহ সাহেব দা.বা. তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্যে শিক্ষাবর্ষের নানা দিক নিয়ে আলোচনা করেন। তিনি মূলত ২০২৬ ইং শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া এবং ২০২৫ ইং শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত ও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

​উদ্ধৃতি (আলহাজ্ব হযরত মাওলানা শরীয়ত উল্লাহ সাহেব দা.বা.)।​সন্তানের প্রকৃত শিক্ষায় অভিভাবকের ভূমিকা অনস্বীকার্য। মাদরাসার পড়ালেখার পাশাপাশি বাড়িতেও সন্তানের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। আগামী শিক্ষাবর্ষের ভর্তি এবং চলমান শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে যেন কোনো ত্রুটি না থাকে, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।

​সমাবেশে উপস্থিত অভিভাবকদের মাঝে এক উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। বিশেষ করে, নূরানি বিভাগের শিক্ষার্থীদের মাঝে এবং ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের হাতে পরীক্ষা সামগ্রী ও আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি পায়, তেমনি অভিভাবকেরাও সন্তানের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত হন।​অনুষ্ঠানে মাদ্রাসার অন্যান্য শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মাদ্রাসার শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ