মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-
রাঙ্গামাটিতে ধর্মীয় মূল্যবোধ ও কুরআনের চর্চা প্রসারে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ১২তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫।
১০ নভেম্বর ২০২৫, সোমবার বিকেল ৪টায় শহরের ফিসারীঘাট শান্তিনগর এলাকার ফিসারী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, অধিনায়ক ৬০ ইবি ও রাঙ্গামাটি সদর জোন কমান্ডার। তিনি বলেন, পবিত্র কুরআনের হাফেজরা সমাজে নৈতিকতা, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে পারেন। ইসলামী শিক্ষা ও আদর্শের আলোয় সমাজকে আলোকিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার মো. ফয়েজ আল করীম (এনডি) বিএন, ব্যবস্থাপক, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র। তিনি বলেন, এই প্রজন্মের শিক্ষার্থীরা কুরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে উঠলে সমাজ হবে শান্তিপূর্ণ ও আলোকিত।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাবীব আজম। তিনি বলেন, কুরআনের শিক্ষাই পারে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে। এমন আয়োজন সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা শরীয়ত উল্ল্যাহ, প্রতিষ্ঠাতা পরিচালক, রাঙ্গামাটি দারুল উলুম মাদ্রাসা; এবং বিশেষ আলোচক ছিলেন মাওলানা আবুল হাশেম, প্রতিষ্ঠাতা পরিচালক, কাঠালতলী নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসা।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হাফেজ মো. আব্দুল কাদের, সভাপতি, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ (রাঙ্গামাটি জেলা শাখা)। তিনি বলেন, প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে জেলার প্রতিভাবান হাফেজদের সম্মান জানানো হয় এবং নতুন প্রজন্মকে কুরআন চর্চায় উৎসাহিত করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা মো. রহমতুল্লাহ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।