ঢাকা | বঙ্গাব্দ

বাঘাইছড়িতে দীপেন দেওয়ানের মতবিনিময়: মাজার জিয়ারত ও প্রয়াত ছাত্রদল নেতার কবরে শ্রদ্ধা

  • আপলোড তারিখঃ 12-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 74821 জন
বাঘাইছড়িতে দীপেন দেওয়ানের মতবিনিময়: মাজার জিয়ারত ও প্রয়াত ছাত্রদল নেতার কবরে শ্রদ্ধা ছবির ক্যাপশন: ১


মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি  জেলা প্রতিনিধি :-

রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে জেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সহসম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা দীপেন দেওয়ান।

সভা শুরুর আগে দীপেন দেওয়ান বাঘাইছড়ির বড় হুজুরের মাজার জিয়ারত করেন। পরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রয়াত নেতা জসীম উদ্দিনের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী। স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা।

সভায় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, এডভোকেট সাইফুল ইসলাম পনির ও আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি নিজাম উদ্দিন বাবু প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, তাতীদলের আহ্বায়ক মো. শফি, কৃষক দলের সভাপতি অলোক প্রিয় রিন্টু ও জাসাস সভাপতি কামাল হোসেন।

বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিট বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন