ঢাকা | বঙ্গাব্দ

রাবিপ্রবি’র প্রথম ষাণ্মাসিক বার্তা ‘রাবিপ্রবি ডট ইনফো’-এর মোড়ক উন্মোচন

  • আপলোড তারিখঃ 13-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26917 জন
রাবিপ্রবি’র প্রথম ষাণ্মাসিক বার্তা ‘রাবিপ্রবি ডট ইনফো’-এর মোড়ক উন্মোচন ছবির ক্যাপশন: ১


মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:-

​ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রথম ষাণ্মাসিক বার্তা ‘রাবিপ্রবি ডট ইনফো’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশনাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

​মোড়ক উন্মোচন করেন  উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

​বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও অর্জনগুলো তুলে ধরার জন্য এটি প্রথম প্রকাশনা বলে জানানো হয়। উপাচার্য তাঁর বক্তব্যে এর গুণগত মান বজায় রাখার চেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এটি আরও তথ্যবহুল ও সুন্দর আঙ্গিকে প্রকাশিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। ​অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করে উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা এটি পড়বে এবং আগামীতে তাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য বুদ্ধিবৃত্তিক কাজ ও ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবে। ভালো কাজের সঙ্গে আমরা সবাই একত্রে থাকব।

​তিনি আরও বলেন, পাহাড়ের উচ্চশিক্ষার পথে এটি একটি মাইলফলক তৈরি করল এবং অনবদ্য এই চলার জন্য, গল্প তৈরি করবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), সকল ডিন, সকল বিভাগীয় চেয়ারম্যান, পরিচালকগণ (ভারপ্রাপ্ত), হলের প্রভোস্ট, প্রক্টরসহ দপ্তর প্রধানগণ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। রাবিপ্রবি ডট ইনফো’ প্রকাশনার মাধ্যমে রাঙামাটির এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি তাদের তথ্য আদান-প্রদানের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করল।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ