ঢাকা | বঙ্গাব্দ

মানিকছড়ি চেকপোস্টে ৩০ লিটার চোলাই মদসহ নারী আটক

  • আপলোড তারিখঃ 01-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 37285 জন
মানিকছড়ি চেকপোস্টে ৩০ লিটার চোলাই মদসহ নারী আটক ছবির ক্যাপশন: ৩০লিটার চোলাই মদ সহ নারী আটক

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:-

 ০১ ডিসেম্বর ২০২৫ :রাঙামাটি থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা বাসে বিশেষ তল্লাশির মাধ্যমে ৩০ লিটার দেশি চোলাই মদ জব্দ করেছে মানিকছড়ি চেকপোস্টে দায়িত্বে থাকা যৌথবাহিনী। সোমবার দুপুর ২টায় রাঙামাটি থেকে ছেড়ে আসা পাহাড়িকা বাস (রাঙামাটি জ-০৪-০০১৬) মানিকছড়ি চেকপোস্টে পৌঁছালে ডিউটিরত সদস্যরা বাসটিতে তল্লাশি চালান।

তল্লাশির সময় এক নারী যাত্রীর বহন করা বাজারের ব্যাগ থেকে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটক ওই নারীর নাম সুপর্না ত্রিপুরা (৩০), তিনি রাঙামাটির ৭ নং ওয়ার্ডের গর্জনতলি এলাকার বাসিন্দা।পরে বিকেল ৩ টায় জব্দকৃত মদের তালিকা প্রণয়ন শেষে অভিযুক্তকে মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ জসিম উদ্দিন–এর নেতৃত্বে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।




কমেন্ট বক্স
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন