প্রায় গত এক মাসে উদ্ধারকৃত ২৫১ মোবাইল ফোন মালিকদের বুঝিয়ে দিল( ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান
-
আপলোড তারিখঃ 18-04-2025 ইং |
- নিউজটি দেখেছেনঃ 319498 জন
ছবির ক্যাপশন: এখন সংবাদ ২৪
এখনসংবাদ২৪:// বাংলাদেশের প্রেক্ষাপট পাল্টে যাওয়া পরের দিনগুলোর সময়ে চুরি-ছিনতাই এবং হারিয়ে যাওয়া ২৫১টি মোবাইল ফোন গত এক মাসে উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।গতকাল বৃহস্পতিবার পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান কয়েকজনের হাতে তাদের মোবাইল ফোন তুলে দেন।
ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মালিকদের করা সাধারণ ডায়েরি (জিডি) এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ফোনগুলো উদ্ধার করেছে। এর মধ্যে শেরে বাংলানগর থানা পুলিশ ৬৩টি, হাতিরঝিল থানা ৫৪টি, মোহাম্মদপুর থানা ৪০টি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৩২টি, আদাবর থানা ৩২টি এবং তেজগাঁও থানা পুলিশ ৩০টি উদ্ধার করেছে।
উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) এর কার্যালয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের উপস্থিতিতে উদ্ধার মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট বক্স