মোঃমনিরহোসেন://
রাজধানী ডেমরা থানার মাতুয়াইল এলাকায় সেনাবাহিনীর অভিযানে দেশিঅস্ত্র ও মাদক সহ ১০জন আটক।
বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান ৯ পদাতিক ডিভিশন ব্যবস্থাপনায় ৭১ মেকানাইজড কাবাডি স্টেডিয়াম আর্মি ক্যাম। দায়িত্বরত ল্যাপটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম সেনাবাহিনী। মাতুয়াইল এর রফিকুল ইসলাম কলেজ রুটের একটি বাসায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারি, চাঁদাবাজ ও মাদক কারবারি ১০ জনকে গ্রেফতার করেন।এবং আটকৃত ১০ জনকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ডেমরা থানায় পাঠিয়ে দেন। এ বিষয়ে মাতুয়াইল এর এলাকাবাসীরা জানান, প্রায় দূই বছর যাবত চাঁদাবাজ মাদক কারবারদের জন্য রাতের বেলা চলাফেরা করা যেত না। ও একজন ভুক্তভোগী এখন সংবাদ ২৪ বলেন আমার ব্যবহারকৃত একটি মোবাইল ছিনতাই করে নিয়ে যায় তারপর আমি থানায় একটি জিডি করেছি এখনো কোন প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসীরা আরো জানান সেনাবাহিনীর এইভাবে অভিযান চললে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক কারবারীদের আস্তানা আর তৈরি হবে না।