মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:-
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির জিএসটি (GST) ভর্তি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৩ ডিসেম্বর, বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
এটি ছিল জিএসটি ভর্তি কমিটির ২য় সভা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এতে সভাপতিত্ব করেন। নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন অনুষদ ও বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির। সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী।ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন।কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আহমেদ ইমতিয়াজ।ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোহনা বিশ্বাস।ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসা. হাবিবা।
ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মতিউর রহমান চৌধুরী।
রাবিপ্রবি’র প্রক্টর সাদ্দাম হোসেন।
এছাড়াও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম, সহকারী অধ্যাপক মোঃ মাঈনুদ্দিন, এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
সভার মূল এজেন্ডা সভায় আগামী শিক্ষাবর্ষে জিএসটি-ভিত্তিক ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন দিক, আসন সংখ্যা, আবেদন সংক্রান্ত সম্ভাব্য সময়সূচি এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত করার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। কমিটির সদস্যরা নিজ নিজ অনুষদ ও বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ধারণা করা হচ্ছে, এই সভা থেকে প্রাপ্ত দিকনির্দেশনা অনুযায়ী দ্রুতই ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।