ঢাকা | বঙ্গাব্দ

শিবপুর উপজেলা ইটাখোলা চৌরাস্তা মোড়ে জামায়াতে ইসলামীর গনমিছিল

  • আপলোড তারিখঃ 06-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 46155 জন
শিবপুর উপজেলা ইটাখোলা চৌরাস্তা মোড়ে জামায়াতে ইসলামীর গনমিছিল ছবির ক্যাপশন: ১

মোঃ নজরুল ইসলাম

নসিংদী জেলা শিবপুর উপজেলা ইটাখোলা চৌরাস্তা মোড়ে জামায়াতে ইসলামীর গনমিছিল করা হয়েছে। 

 

  তারিখ:৫-১২-২০২৫ইংরেজী।রোজ: শুক্রবার সময়: বিকাল ৩:০০টা। বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শিবপুর উপজেলা শাখার উদ্যোগে ইটাখোলা চৌরাস্তা মোড়ে গনমিছিল করা হয়।গন মিছিলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য করেন। বক্তারা বলেন শিবপুর উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায়,সৎ,যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব অপরিহার্য ''সবকিছু বিবেক বিবেচনা করে জন নেতা মোস্তাফিজুর রহমান (কাওছার) সাহেব কে নরসিংদী ৩ শিবপুর আসনে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ