ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে অধিকাংশ ইটভাটা জ্বালানি হিসেবে ব্যবহার করছে হাজার হাজার টন কাঠ দেখার কেউ নেই

  • আপলোড তারিখঃ 08-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 31986 জন
গোপালগঞ্জে অধিকাংশ ইটভাটা জ্বালানি হিসেবে ব্যবহার করছে হাজার হাজার টন কাঠ  দেখার কেউ নেই ছবির ক্যাপশন: ১


খুলনা জেলা বুরোচিফ,

আব্দুল কাইয়ুম খান ://

গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলাতে  বৈধ অবৈধ প্রায় ৪০ টি ইটভাটা রয়েছে ।এর মধ্যে ২২টি ইটভাটাই বৈধ । সরেজমিন অনুসন্ধানে দেখা যায় জেলা সদরের চরপুকুরিয়া ও সংলগ্ন এলাকায় রয়েছে ২২টি ইটভাটা। এদের অধিকাংশই কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে ব্যবহার করছে প্রতিদিন হাজার হাজার টন কাঠ। প্রায় প্রতিটি ইট 

ভটার মধ্যেই স্থাপন করা হয়েছে করাত কল। এসব করাত কলে বিভিন্ন সাইজের কাঠ কেটে ছোট ছোট জ্বালানিতে রূপান্তর করে ইটভাটায়  ব্যবহার করা হচ্ছে। বেশ কিছু ইটভাটা মালিকের সাথে কথা বলে জানা যায় , কয়লা কিনতে একসাথে বেশি টাকা লাগে কিন্তু প্রতিদিন অল্প অল্প টাকায় কাঠ কেনা যায় । এ কারণে তারা কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করছে। ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠের এমন অবাধ ব্যবহার সম্পর্কে পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ মাহফুজুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমরা এ মাস থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করব ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন